রোমের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর রোববার (৩০ মার্চ) ইতালির রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতি বছরের মতো এবারও রোমসহ আশপাশের এলাকায় ঈদের নামাজের একাধিক জামাত হয়। সকালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙা দেয়াল পার্কে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। সর্বশেষ জামাত স্থানীয় সময় সাড়ে ১০টায় শেষ হলে প্রবাসীরা যে যার মতো করে গন্তব্যে চলে যান।
টিএমসি মুসলিম সেন্টার, এমএমসি কমিউনিটি সেন্টার, মসজিদে কুবা, তরপিনাত্তারা জামে মসজিদের আয়োজনে পরপর পাঁচটি জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ অন্য দেশের মুসলিম নাগরিকরা নামাজ আদায় করেন। এতে এমএমসি কমিউনিটি সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি ইমামতি করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এছাড়াও পিয়াচ্ছা ভিত্তোরিও, লারগো প্রেনেসতে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। রোববার ঈদ হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।
এদিকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক রোমের সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন। দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
নামাজের স্থানগুলোতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর ফলে প্রবাসী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সেন্তেশেল্লেসহ রোমের অন্যান্য স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শান্তি কামনায় ইতালি, বাংলাদেশ, ফিলিস্তিনসহ সব মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।
এসএসএইচ