সৌদির সঙ্গে মিল রেখে মালদ্বীপে ঈদুল ফিতর উদযাপন

আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো শতভাগ মুসলিম দেশ মালদ্বীপেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। যাতে সামিল হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
বিজ্ঞাপন
ঈদুল ফিতরকে কেন্দ্র করে মালদ্বীপে স্থানীয়রাও বর্ণিল রঙ্গে বিভিন্ন সাজে রাজধানীর প্রধান প্রধান সড়ক। রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের।
রোববার (৩০ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় মালদ্বীপের বিভিন্ন দ্বীপে ছড়িয়ে থাকা মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা।
বিজ্ঞাপন
রাজধানী মালেতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায়। দেশীয় ঐতিহ্যবাহী পায়জামা-পাঞ্জাবিতে দলবদ্ধভাবে মসজিদে যান বাংলাদেশিরা।
মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মুহাম্মদ মইজ্জু ঈদের নামাজ আদায় করেন মাফানো স্টেডিয়ামে। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
এছারা মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নিযুক্ত মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজসহ বাংলাদেশি কমিউনিটি, ব্যবসায়ী প্রতিনিধির নেতারা। এছাড়াও হাই কমিশনার প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা প্রবাসের মাটিতে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ঈদের আনন্দের অনুভূতির প্রকাশ পায়।
এমএন