ডেনমার্কে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করছেন ঈদুল ফিতর।
বিজ্ঞাপন
রোববার (৩০ মার্চ ) প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এখানকার অধিকাংশ ঈদের জামাত মাঠের পরিবর্তে মসজিদে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য ঈদ জামাতের মধ্যে বায়তুল মোকাররম জামে মসজিদে ৪টি, দারুল আরকাম সেন্টারে ২টি এবং হামাদ বিন খালিফা সিভিলাইজেশন সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাতে অংশগ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। এছাড়া হামাদ বিন খালিফা সিভিলাইজেশন সেন্টারে ঈদের নামাজ শেষে খাবার বিতরণ করা হয়। সেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
প্রবাসী বাংলাদেশি ইমাদ আহমেদ বলেন, পরিবারকে ছেড়ে দেশের বাইরে ঈদের আনন্দটা একটু অন্যরকম। তারপরও এখানে বাংলাদেশী পরিবারগুলো সবাই একসঙ্গে হতে পেরে ভালো লাগছে।
এআইএস