পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সর্ববৃহৎ ঈদ জামাত

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম মসজিদ এবং মারতিম মুনিজ জামে মসজিদের উদ্যোগে রোববার (৩০ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এটি পর্তুগাল তথা ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত।
রাজধানী লিসবনের মারতিম মুনিজ পার্কে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে দেখা গেছে, স্থানীয় পর্তুগিজ ইউরোপের অন্য দেশসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, আমেরিকা, এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশের প্রায় ৬ হাজার মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
মারতিম মুনিজ জামে মসজিদ লিসবনের প্রেসিডেন্ট মোশারফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে কট্টর ডানপন্থি গোষ্ঠীর উত্থানের কারণে আমাদের জন্য এত বড় একটি ঈদ জামাত আয়োজন অনেক চ্যালেঞ্জ ছিল। তবে মুসল্লিদের শান্তিপূর্ণ অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আমরা এই বড় আয়োজনটি সার্থক করতে পেরেছি।
আরও পড়ুন
বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদের সেক্রেটারি শোয়েব মিয়া প্রতি বছরের ন্যায় ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় আয়োজন ঈদুল ফিতরের নামাজ খোলা জায়গায় আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় পৌরসভা শান্তা মারিয়া মাইয়র এবং লিসবন সিটি কর্পোরেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নামাজের শুরুতে বাংলাদেশ ইসলামিক সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ এবং মাতরতিম মুনিজ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন কোরআন হাদিসের আলোকে ঈদুল ফিতর নামাজের তাৎপর্য এবং পবিত্র মাহে রমজানের মহিমার কথা তুলে ধরেন।
এ জামাত ছাড়াও রাজধানীর আলামেদা পার্কে দুটি মসজিদের বাইতুর রহিম মসজিদ আরোইশ এবং আলামেদা মসজিদের উদ্যোগে আলাদাভাবে দুটি, লিসবন কেন্দ্রীয় জামে মসজিদে দুটি, কাসকাইসে আলজেস জামে মসজিদের উদ্যোগে স্থানীয় আলজেস পার্কে একটি ও অধিভেলাস সেকেন্ডারি স্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পর্তোতে হযরত হামজা (রা.) মসজিদের উদ্যোগে সকালে ত্রিনিদাদ মেট্রো স্টেশনের ছাদে একটি, পর্তো কেন্দ্রীয় ইসলামিক সেন্টার হযরত বেলাল (র.) মসজিদে তিনটি, ফারু, পর্যটন নগরী আলগারভ, মিল ফন্টেস, কুইমরা, মাদেইরা এবং আছোরেস দ্বীপপুঞ্জসহ বিভিন্ন স্থানে মুসলিম উম্মার আনন্দ উৎসব ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এসএসএইচ