আমিরাতের শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজে লাখো মানুষের জমায়েত

বিশ্বের অনেক দেশে আজ (রোববার) পালিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ পালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। দেশটির সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজের সবচেয়ে বড় সমাগম হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
আমিরাতের প্রেসিডেন্ট থেকে শুরু করে এদেশের প্রথম সারির সরকারি/বেসরকারি কর্মরত শেখরা এই মসজিদে নামাজ আদায় করেন। সরকারি কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করার কারণে সারারাত থেকে মসজিদে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। তবে কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করলেও সাধারণ মানুষের প্রবেশে কোনো বাধা ছিল না। এখানে সব দেশের পেশাজীবী মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেওয়া হয়। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে মসজিদের ভেতর প্রবেশ করতে অনেক সময় লেগে যায়। মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য রাত তিনটা থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন।
বিজ্ঞাপন
মসজিদের ভেতর প্রবেশ করার আগে প্রথম সিকিউরিটি গেইটে কোনো বাধা না থাকলেও দ্বিতীয় সিকিউরিটি গেইট থেকে বডি চেকিংয়ে মাধ্যমে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সিকিউরিটি ব্যবস্থা এতটাই কড়াকড়ি ছিল যে গেইটের বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় কিন্তু মসজিদের ভেতর ঢোকার আগেই নামাজ শুরু হয়ে যায়। যার ফলে
নামাজ পড়তে আসা এক তৃতীয়াংশ লোক ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা বাইরে নামাজ আদায় করেন।
২০০৭ সালে নির্মিত হওয়া শেখ জায়েদ মসজিদটি আরব আমিরাতের আয়তনে সবচেয়ে বড় মসজিদ ও বিশ্বের ২৩তম বৃহত্তম মসজিদ। এই মসজিদের ভেতরে ৪১ হাজার মুসল্লি নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে অমুসলিম ভিজিটরদেরও প্রবেশ করতে দেওয়া হয়। তবে কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারেন।
এমএ