বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা

বিএনপি অস্ট্রেলিয়া সক্রিয়ভাবে কাজ করছে অস্ট্রেলিয়াসহ বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এই বিশেষ ইফতার ও দোয়া মাহফিল শনিবার (২৯ মার্চ) সিডনির রকডেলস্থ স্টার হল রুমে অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার উদ্দেশ্যে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং সাধারণ সম্পাদক মো. আবুল হাছান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা ডক্টর ফেরদৌস আহম্মেদ এবং বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সহ সভাপতি রুহুল আহম্মেদ সওদাগর এবং অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বক্তারা ১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে স্মরণ করেন এবং ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলনের উত্তেজনার কথা উল্লেখ করেন। তারা বলেন, ‘জিয়া পরিবার প্রতিটি সংকট মুহূর্তে নেতৃত্ব দিয়েছে।’
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার অতিশিগগিরই একটি সঠিক নির্বাচনী রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে।
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার এই চেতনায় উজ্জীবিত হয়ে, বিএনপি অস্ট্রেলিয়া তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এমএ