কুয়েতে জমে উঠেছে প্রবাসীদের ঈদ কেনাকাটা

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ঘিরে মার্কেট ও শপিং মলগুলোতে জমে উঠেছে বেচাকেনা।
বিজ্ঞাপন
ঈদের আগ মুহূর্তে শুক্রবার (২৮ মার্চ) ছুটির দিনে দুপুরের পর থেকে কুয়েত সিটি, ফাহাহিল, ফরওয়ানিয়া, সালমিয়া অঞ্চলের অ্যাভিনিউ, থ্রি সিক্সটিসহ বড় বড় শপিং মল ও হাইপার মার্কেটগুলোতে বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের প্রবাসীদের ভিড় দেখা যায়।
ঈদ উপলক্ষ্যে মার্কেটগুলোতে ক্রেতাদের মনোযোগ আকর্ষণে প্রতিষ্ঠানের মালিকরা নানাভাবে সজ্জিত করেন নিজ প্রতিষ্ঠান এবং আলোকসজ্জা করা হয় পুরো মার্কেটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কিছু কিছু মার্কেটে ঈদের বিশেষ ছাড় দেখা যায়। তাছাড়া পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে গাড়ি। প্রবাসী বাংলাদেশিরা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন মার্কেট ঘুরে সাধ্য ও সামর্থ্যের মধ্যে পছন্দের পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, জুতা কেনাকাটা করেন।
বিজ্ঞাপন
বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকে মার্কেট, চলে বেচাকেনা। মাগরিব ও তারাবির নামাজের পর থেকে মার্কেটগুলোতে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে।
অন্যদিকে ভোক্তা অধিকারসহ বিভিন্ন সংস্থার লোক নিয়মিত পর্যবেক্ষণ করেন পণ্যের মান ও দাম। দোকানিরা ইচ্ছেমতো বেশি দামে বিক্রি করতে পারে না।
কুয়েতের ভোক্তা অধিকার আইনে পণ্য ক্রয়ের ১৪ দিনের মধ্যে ক্রেতা চাইলে পরিবর্তন করাসহ ফেরত দিতে পারেন সহজে। প্রত্যেক পণ্যে দাম লেখা থাকায় ক্রেতারা প্রতারিত হওয়ার সুযোগ নেই।
তাছাড়া ঈদ এলে পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে না। এ দেশে ঈদসহ বিভিন্ন উৎসব এলে শপিং মলে বিভিন্ন অফার ও সুযোগ-সুবিধা থাকে, তাতে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীরা ঈদের কেনাকাটা করতে পারেন।
এসএসএইচ