ঈদের আক্ষেপ বুকে নিয়ে কেনাকাটায় ব্যস্ত আমিরাত প্রবাসীরা

দরজায় কড়া নাড়ছে ঈদ। বাংলাদেশের মতো দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে ঈদের আমেজ। দেশে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে না পারলেও সেই কষ্ট ভুলে থাকতে অনেক প্রবাসীই করছেন পছন্দের ঈদ কেনাকাটা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
বিজ্ঞাপন
ফলে দেশের মতো প্রবাসেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের ভিড় এখন বিপণিবিতানগুলোতে। বাংলাদেশি মালিকানাধীন দোকানে প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও যাচ্ছেন পছন্দের পোশাক কিনতে। কালেকশন, গুণগতমান এবং বিশেষ ছাড় থাকায় গ্রাহক টানছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।
রমজানের শেষ সময়। তাই বিভিন্ন হাইফার মার্কেট, ছোট-বড় ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে ব্যস্ততা। ব্যান্ডের দোকান ছাড়াও প্রবাসীরা সারাদিন ডিউটি করে রাতের বেলায় ভিড় করেন পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গি এবং জুতার দোকানে। তাই বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নির্ধারিত সময়ের বেশি মধ্যরাত পর্যন্ত কাজ করছেন গার্মেন্টস ব্যবসায়ী এবং কর্মজীবীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
পোশাকসহ নানা পণ্যের মান ধরে রাখা গেলে বিদেশের মাটিতে একসময় অন্য দেশের নাগরিকদের পছন্দের শীর্ষে জায়গা করে নেবে বাংলাদেশি পণ্য এমন প্রত্যাশা প্রবাসীদের।
বিজ্ঞাপন
চট্টগ্রামের ইসতিয়াক আসিফ নামে এক প্রবাসী ক্রেতা ঢাকা পোস্টকে বলেন, প্রবাসে থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে অনেক খুশি আমি। নিজের জন্য শার্ট আর প্যান্ট কিনেছি। বেশ কয়েকটি পণ্যে আকর্ষণীয় ছাড় দিয়েছে বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠান।
বিভিন্ন মার্কেটে কর্মরত প্রবাসী বিক্রয় কর্মীরা জানান, এবার অনেক রকমের পাঞ্জাবি এসেছে। তরুণদের রুচিকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ থেকে আনা হয়েছে বাহারি পাঞ্জাবি। আমিরাতে দিন দিন বাড়ছে প্রবাসী বাংলাদেশির সংখ্যা। তার সঙ্গে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদাও।
বাংলাদেশি কমিউনিটির নেতারা বলছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচেষ্টা অব্যাহত থাকলে আমিরাতের বিভিন্ন শপিংমলে বাংলাদেশি পণ্যের সমাহার দেখা যাবে।
এসএসএইচ