মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের আয়োজনে ইফতার ও দোয়া

রমজানে দেশীয় খাবার ছাড়া প্রবাসীদের ভিনদেশি খাবারে ইফতার জমে না। তাই দেশীয় স্বাদের তৃপ্তি পেতে সারাদিন রোজা রেখেও দেশটির বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছেন মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠনের এই বর্ণাঢ্য ইফতার অনুষ্ঠানে।
বিজ্ঞাপন
সাপ্তাহিক ছুটির দিনে এমনই এক ইফতারির আয়োজন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠন মালদ্বীপ।
শুক্রবার (২৮ মার্চ) রাজধানী মালের তিন তারকাবিশিষ্ট ম্যানহাট বিজনেস হোটেলের হলরুমে ইফতার ও দোয়া মাহফিলে শত শত প্রবাসীরা অংশ নেন।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠনের উপদেষ্টা মো. শাহজালাল শিকদারের ও সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাবেক সভাপতি প্রবাসী ব্যবসায়ী মো. রাসেল আহমেদ সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান, মো. জসীমউদ্দীন, ময়নাল হোসেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপদেষ্টা আলী পরহাদ, সাগর আহমেদ বকুল, বাবুল হোসেন, সহ-সভাপতি মুক্তার হোসেন, প্রবাসী ব্যবসায়ী মো. অহিদ মিয়া, মো. জাকির আহম্মেদ।
ইফতারের আগে রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনাসহ প্রবাসীদের সঙ্গে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করতে এ আয়োজন করেন বলে জানান ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী সংগঠন মালদ্বীপের সাবেক সভাপতি মো. রাসেল আহমেদ সাগর।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাস্টার মোহাম্মদ শফিকুর ইসলাম, মালদ্বীপ বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো শরিফুল ইসলাম, মালদ্বীপ বিএনপির সহপ্রচার সম্পাদক করিম রানা, প্রবাসী ব্যবসায়ী নাসির উদ্দিন, মো. পারভেজ প্রমুখ।
এমএ