ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব বৃহত্তর কুমিল্লা উইংয়ের ইফতার

ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর কুমিল্লা উইংয়ের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী মাস্কাটের আল-ফালাজ ৪ স্টার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫০০ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা উইংয়ের সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাঈদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের প্রথম সচিব (শ্রম উইং) আসাদুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান রয়েল পুলিশের কর্নেল নাসের বিন মনসুর আল সালতি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, সিআইপি রেজাউল করিম, সাধারণ সম্পাদক এম এন আমিনসহ অন্য নেতারা।
আরও পড়ুন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আমিনুল ইসলাম। ইফতার কমিটির আহ্বায়ক ছিলেন আব্দুল মাতিন।
এতে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখায় বাংলাদেশ সরকারের সিআইপি পদকে ভূষিত প্রকৌশলী শাহআলী এবং ব্যবসায়ী তৌফিক পলাশকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ ছাড়া স্টার লাইফ ও স্টার গোল্ড কোম্পানির ওমান কান্ট্রি ম্যানেজার এবং উইংয়ের যুগ্ম সম্পাদক জাকির হোসেন তার কোম্পানির পক্ষ থেকে অতিথিদের ঈদ উপহার প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান অতিথিদের ধন্যবাদ জানান। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহাবুবুর রহমান।
এসএসএইচ