ব্রুনেইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করেছে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ হাইকমিশন, বন্দর সেরি বেগাওয়ানে এ দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে ব্রুনেইতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নওরিন আহসান জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান মুক্তিযুদ্ধের সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা পর্বে হাইকমিশনার নওরিন আহসান গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তিনি একইসঙ্গে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের অসামান্য আত্মত্যাগের কথাও উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এ প্রেক্ষাপটে তিনি উপস্থিত সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।
এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন মেনে চলার এবং বৈধ উপায়ে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে ব্রুনেইতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
এমএ