প্যারিসে নজরুলের ইসলামী গানের তাৎপর্য নিয়ে সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ইসলামী গানের তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার গার দ্য নর্দ এলাকার একটি হলরুমে ‘কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে ইসলামী গানে নজরুলের অবদান ও তার ভাবধারা নিয়ে আলোচনা করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তাজ উদ্দিন, আর সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ।
আরও পড়ুন
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সোশ্যাল ক্লাব ফ্রান্সের সভাপতি এখলাসুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি আবু মামুন মান্নান আজাদ।
শুরুতে কোরআন থেকে পাঠ করেন রুহুল আমিন, এরপর শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সদস্য ময়নুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার প্যারিসের উপদেষ্টা সেলিম আহমদ, সাব্বির আহমদ, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি ও ইউরো বাংলা প্রেস ক্লাবের সভাপতি তাইজুল ফয়েজ।
বক্তারা বলেন, বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ইসলাম ইসলামী গানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার লেখা হামদ, নাত, গজল মানবতার বার্তা বহন করে এবং ইসলামী চেতনাকে উন্নত করে। বিশেষ করে রমজানের পবিত্রতা ও আত্মশুদ্ধির বার্তা তার গানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও ইসলামী চেতনা ছড়িয়ে দিতে নজরুলচর্চার গুরুত্ব অপরিসীম বলে বক্তারা মত প্রকাশ করেন।
এমএসএ