‘ঈদ মোবারাক’ লেখা লাইটে সাজল পূর্বলন্ডনের বাংলা টাউন

প্রথমবারের মতো ‘ঈদ মোবারাক’ লেখা লাইটে আলোকিত হলো পূর্বলন্ডনের ব্রিকলেন-বাংলা টাউন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে লাইটগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অভাবনীয় মুহূর্তটি উদযাপনের জন্য লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং ক্যাবিনেট সদস্যরা কমিউনিটির সঙ্গে মিলিত হন।
এসময় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটস দেশের বৃহত্তম মুসলিম কমিউনিটির আবাসস্থল। আমরা এই ঈদের গুরুত্বপূর্ণ দিনটিকে দৃষ্টিনন্দন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারায় অত্যন্ত আনন্দিত। অনেক বছর ধরে, ব্রিকলেন-বাংলা টাউন আমাদের সমৃদ্ধ ইতিহাস এবং স্থায়িত্বের প্রতীক। আর এই ‘ঈদ মোবারাক’ লাইট শুধু মুসলমানদের অবদানকেই সম্মান জানাচ্ছে না, সাথে সাথে সম্মান জানাচ্ছে আমাদের একতাবদ্ধ হয়ে উদযাপনকেও। ভবিষ্যতে স্থায়ী লাইট ডিসপ্লে আমাদের সুযোগ করে দেবে বিভিন্ন সংস্কৃতি, ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান জানানোর। আর এই কারণেই টাওয়ার হ্যামলেটস সবার কাছে একটি বিশেষ জায়গা।
বিজ্ঞাপন
স্থানীয় ব্যবসায়ী এবং রেস্টুরেন্ট মালিকরা যারা বছরের পর বছর ধরে ব্রিকলেনে ব্যবসা করছেন, তাদের অনুভূতি ছিল আনন্দের।
ব্রিকলেন-বাংলা টাউনের রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গুলজার খান ও বাংলা টাউন অ্যান্ড ম্পীটাল ফিল্ড কমিউনিটি ফোরামের প্রেসিডেন্ট আবুল খায়ের কাউন্সিলর এই আয়োজনের প্রশংসা করে বলেন, মেয়র লুৎফুর রহমান আমাদের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা করেছেন।
বিজ্ঞাপন
এসময় বৃটিশ বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট রফিক হায়দার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও টাওয়ার হ্যামলেটসের ডিপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, বিজনেস কেবিনেট মেম্বার মুস্তাক আহমদ, কালচার কেবিনেট মেম্বার কামরুল হাসান, এনভায়রনমেন্ট কেবিনেট মেম্বার সাফি আহমদ ও কমিউনিটি সেপটি কেবিনেট মেম্বার আবু তালহা চৌধুরীসহ আরও অনেকে অংশ নেন।
এমএ