‘গণঅভ্যুত্থানে এখনও পূর্ণাঙ্গ সফলতা আসেনি’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব বলেছেন, বিগত ১৭ বছর গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছি দেশের জনগণের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গণঅভ্যুত্থানের মাধ্যমে আংশিক সফলতা আসলেও এখনো পূর্ণাঙ্গ সফলতা আসেনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ মার্চ) দুবাইয়ের একটি হোটেলের হলরুমে পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা আজও বিরোধী দলে আছি। আন্দোলন পুরোপুরি সফল তখনই হবে যখন দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সফলতা জনগণ পাবে।
আমিনুল ইসলাম এনাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার করিমুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরবের পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, দুবাই বিএনপির সভাপতি মুহাম্মদ রফিক দিদারুল আলম ইঞ্জিনিয়ার রশিদ মাহে আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, নাছির উদ্দীন চৌধুরী।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপি সবসময় বলে আসছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধ থাকলে দেশবিদেশের কোনো ষড়যন্ত্র সফল হবে না। বক্তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।
সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এআইএস