স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বিএনপি মালদ্বীপ শাখা। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মার্চ) মালদ্বীপের রাজধানীর মালের একটি রেষ্টুরেন্টে আলোচনা সভায় আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মদক্ষতার ওপর তাৎপর্য তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দলটির মালদ্বীপ শাখার সহ-সভাপতি শাহ্ আলাম, মো. মুক্তার হোসেন, এরশাদ মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমজে