স্বাধীনতা দিবসে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নানা আয়োজন

পবিত্র মাহে রমজানে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টায় স্বাধীনতা দিবসের ইফতার পূর্ব আলোচনা পর্বে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি- জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান।
সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মীরু।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১”র মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- ৪নং সেক্টরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান মো. আমীর খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান — ৭১র শহীদের আত্মত্যাগ এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন।
তিনি ৪নং সেক্টরের রণাঙ্গনের ৭১-এর মুক্তিযুদ্ধের দীর্ঘ স্মৃতিচারণ তুলে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তব্যের ফাঁকে ফাঁকে চলে অন্যরকম আয়োজন— কবি শামসুর রাহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা" আবৃত্তি করেন- আবৃত্তি শিল্পী ফাহমিদা খাতুন এবং স্বরচিত কবিতা “আমি স্বাধীনতটাকে খুঁজছি” পাঠ করেন- মুহাম্মদ শাহেদ রাহমান।
মহান স্বাধীনতা দিবসে ইফতার পূর্ব আলোচনা পর্বে বক্তব্য রাখেন— ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি- বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান,মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি- হবিগঞ্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি - ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, সদস্য শামীম আশরাফ প্রমুখ ।
সভায় বক্তারা- মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার সার্বিক চিত্র তুলে ধরেন। ৭১”র স্বাধীনতার সময় দেশি-বিদেশি সাংবাদিকদের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরে ভবিষ্যতে একটি সেমিনারের আয়োজন করার প্রস্তাব করেন।
এআইএস