মাদ্রিদে বাংলাদেশি ব্যবসায়ীর উদ্যোগে প্রবাসীদের ইফতার

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহানের ব্যক্তিগত উদ্যোগে ইফতার, সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) স্পেনে বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদসহ মাদ্রিদের ৯টি মসজিদে একসঙ্গে প্রায় ১ হাজারের অধিক রোজাদারকে এই ইফতার সেহরি করানো হয়েছে।
বাংলাদেশি পরিচালিত বায়তুল মোকাররম মসজিদে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার এবং ইফতারে আগত রোজাদারদের স্বাগত ও কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন— মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমানসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
এছাড়া এ ইফতার মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলার নেতা ছাড়াও আফ্রিকা, মরক্কো, আলজেরিয়া, পাকিস্তান, ভারতসহ স্প্যানিশরা অংশ নেন।
ইফতারের আয়োজক বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান বলেন, প্রতি বছরের মতো এবারও আমি এ সেহরি, ইফতার মাহফিলের আয়োজন করেছি। মূলত সবার সঙ্গে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতেই আমার এ আয়োজন। একসঙ্গে অনেক মানুষকে ইফতার করাতে পারাটা যেমন আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাও অনেক বেশি সওয়াবের। এছাড়া এক ছাদের নিচে শত শত মানুষের মধ্যে ইফতার করতে পারার আনন্দ অন্যরকম।
ইফতারের আগে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।
সিদ্দিকুর রাহমান/এআইএস