মালদ্বীপ হাইকমিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা প্রেরিত বাণী পাঠ করেন যথাক্রমে মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কনস্যুলার সহকারী ময়নাল হোসেন। এরপর জুলাই অভ্যুত্থানের উপর ভিত্তি করে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মো. সোহেল পারভেজ বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা মা-বোনদের অপরিসীম ত্যাগ ও ভূমিকার কথা স্মরণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে তৎকালীন প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।
প্রধান অতিথি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলকে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি তাদের শুভেচ্ছাবার্তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
কনস্যুলার সহকারী ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এমজে