প্যারিসে ঈদ মেলা অনুষ্ঠিত

ফ্রান্সের প্যারিসে সলিডারিটি আজি ফ্রান্স (সাফ)-এর আয়োজনে ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) প্যারিসের রিপাবলিক চত্বরে এ ঈদ মেলা হয়।
প্রবাস জীবনে একটুখানি আনন্দের ছোঁয়ায় সাময়িকের জন্য হলেও জীবনকে রাঙিয়ে তোলার প্রয়াস হিসেবে সলিডারিতে আজি ফ্রান্স প্রতি বছর ঈদের আগ মুহূর্তে ‘বাণিজ্য মেলা : ঈদ বাজার’ আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় পঞ্চম বারের মতো ‘বাণিজ্য মেলা : ঈদ বাজার’ আয়োজিত হলো প্যারিস শহরের প্রাণকেন্দ্র রিপাবলিক চত্বরে।
আরও পড়ুন
সাফ প্রেসিডেন্ট নয়ন এনকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকেই মানুষের আগমনে পুরো রিপাবলিক চত্বর কানায় কানায় পরিপূর্ণ ও মুখরিত হয়ে ওঠে। মেলায় অংশগ্রহণকারীদের জন্য ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব অনুষ্ঠানের আয়োজন ছিল। কুইজ প্রতিযোগিতা, খেলাসহ বাচ্চাদের জন্য ছিল বিশেষ আয়োজন।
মেলায় পঞ্চাশটির বেশি স্টল ছিল। সন্ধ্যা ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার কার্যক্রম শেষ হয়।
এসএসএইচ