স্পেনে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার

স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থানকারী হবিগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় রাত সন্ধ্যা ৭টায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশি ও গ্রেটার সিলেটের নেতাদের এ মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ইফতার পূর্ব আলোচনার শুরুতে নবগঠিত কমিটির শীর্ষ ছয়টি পদের দায়িত্বশীলদের পরিচয় করে দেন কমিউনিটি ব্যক্তিত্ব সাঈদ মিয়া।
সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মোজাক্কির, উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, সাধারণ সম্পাদক শিপার আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ আসাদুর রাহমান সাদ, আব্দুল কাইয়ুম সেলিম, বদরুল কামালী, কাউছার হোসেন টিপুসহ অন্য নেতারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নবনির্বাচিত কমিটির নেতারা হচ্ছেন সভাপতি আলী হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া, সাধারণ সম্পাদক রুবেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমিন, সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ, সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বিজ্ঞাপন
হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ইফতারে আসা অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং আগামী এপ্রিল মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও মাদ্রিদ কমিউনিটির সবাইকে নিয়ে অভিষেক অনুষ্ঠান করার আশা ব্যক্ত করেন।
ইফতারের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
এসএসএইচ