মালদ্বীপের সৈকতে বাংলাদেশি প্রবাসীদের মিলনমেলা

মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার-পরিজন নিয়ে দেশটির সমুদ্র সৈকতে এক ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে ঢাকা ট্রেডার্স। রমজানের পবিত্রতা রক্ষা ও প্রবাসীদের বন্ধন অটুট রাখতে তাদের এমন আয়োজন। পর্যটক ও স্থানীয়দের ভিড়ে সমুদ্র সৈকতে এদিন রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়।
বিজ্ঞাপন
গত সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয়দের পাশাপাশি অংশগ্রহণ করেন শত শত প্রবাসী বাংলাদেশী। প্রবাস জীবনে স্বজনদের অভাববোধ থাকলেও এমন পরিবেশে ইফতারের মুহূর্তে সবার মধ্যে ঐক্য ও আনন্দের বন্ধন সৃষ্টি হয়।
ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেনের আয়োজনে এই ইফতার মাহফিলে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ মিশনের কর্মকর্তা, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মাসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী।
বিজ্ঞাপন
প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশে সাগরের তীরে অনুষ্ঠিত এই ইফতার আয়োজনের প্রশংসা কুড়িয়েছে আয়োজক মো. বাবুল হোসেন। আগত অতিথিদের প্রত্যাশায় এ দ্বারা অব্যাহত রেখে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এমজে