সুইজারল্যান্ডে বাংলাদেশ ক্লাব জেনেভার ইফতার ও দোয়া মাহফিল

সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) জেনেভার স্থানীয় একটি গির্জা প্যারোয়াস প্রোটেস্ট্যান্ট ড্য মন্টব্রিয়ঁ-র হলরুমে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সুইজারল্যান্ডের জেনেভা, জুরিখ, লুসানসহ বিভিন্ন ক্যান্টনে বসবাসরত কয়েকশ প্রবাসীর উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল যেন বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন জেনেভা প্রধান মসজিদের হাফেজ মোহাম্মাদ আকরাম।
বিজ্ঞাপন
বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনের বাংলাদেশ স্থায়ী মিশনের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনের পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মাদ কামরুজ্জামান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল বিশ্বাস, ইমরান চৌধুরী, তাজুল ইসলাম শামিম, শামিম সিকদার, স্বপন হাওলাদার, আনোয়ারুল ইসলাম জর্জ, আলম, মোখতার হোসেন, আলাউদ্দীন ব্যাপারি, সহিদুল আলম স্বপন প্রমুখ।
সুইজারল্যান্ডের জেনেভা, লুসান ও ফ্রান্সের আনমাস থেকে কয়েকশ প্রবাসী বাংলাদেশি নারী, পুরুষ, শিশু-কিশোর এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এসএসএইচ