দক্ষিণ আফ্রিকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকাল ৫টায় জোহান্সেনবার্গের ফোডসবার্গে একটি রেস্টুরেন্টে বিএনপির দক্ষিণ আফ্রিকা নর্থ শাখার উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুফতি খলিলুর রহমানের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের আহ্বায়ক জহিরুল আলম তরুণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা কমিটির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইমরান আলী বাবলু।
অন্যদের মধ্যে বক্তব্য দেন মামুন আহমেদ, সালাউদ্দীন চৌধুরী, ফজলু চৌধুরী, কবির আহমদ, ফয়েজ আহমদ, মারুফুর রহমান, মোন্তাছির রহমান, এসএম শামীম রেজা।
দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার অপকর্মের কঠিন শাস্তি দাবি করে বক্তারা বলেন, জিয়া পরিবারকে নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়ে ছিল হাসিনা ও তার বিদেশি প্রভু ভারত। তারা বাংলাদেশে দাসত্বের নীতি কার্যকর করতে চেয়েছিল। কিন্তু জনগণ জীবন দিয়ে হাসিনা ও ভারতের নীলনকশা রুখে দিয়েছে। ভবিষ্যতে সবাইকে সজাগ থাকতে হবে।
মীর হোসেন মিরু ও এসএম কফিল উদ্দীনের সঞ্চালনায় ইফতার মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গিয়াস উদ্দিন মিয়া।
এসএসএইচ