আমিরাতে দুই দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের শীর্ষ কুটনীতিকদের উপস্থিতিতে বাংলাদেশ সমিতি ফুজিরার আয়োজনে হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। সমিতির নেতৃবৃন্দরা মনে করছেন, এই আয়োজন দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
শুক্রবার (২১ মার্চ) ফুজাইরার পাঁচ তারকা হোটেল আল বাহারে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
আমিরাত সরকার এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিংহভাগের উপস্থিতি দেখে এসময় বাংলাদেশ কমিউনিটির প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন আমিরাতের রাষ্ট্রদূত।
দেশের বাইরে যারা বাংলাদেশিরা রয়েছেন সবাইকে একটি পরিবার সম্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এসময় তিনি সবাইকে দেশের সুনাম তৈরি করতে উৎসাহিত করেন।
সমিতির সভাপতি মুহাম্মদ কফিল উদ্দিন বেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মাসুদ পারভেজ ও সহ-সম্পাদক হেলাল নূরের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন— ফুজাইরাহ আমিরি কোর্টের ডিরেক্টর অব ফাইন্যান্স আলী মোস্তাফা মোহাম্মদ তেজালি, কমিউনিটি পুলিশের ম্যানেজার মেজর আহমদ, ফুজাইরাহ সিটি পুলিশের কর্মকর্তা কর্নেল হামাদ মোল্লা, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আব্দুস সালাম তালুকদারসহ আমিরাত সরকারের এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দুই দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের এক অনন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এমনি প্রত্যাশা সবার।
এমএ