কাতারে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের উদ্যোগে ও কাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক পবিত্র কেরাত সম্মেলন ও কুরআন তেলোয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ ) রাত ৯টায় রাজধানীর দোহা আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হলে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত।
মাওলানা ফরিদ আহমদ ফরিদী সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মামুনের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
আরও পড়ুন
এতে বাংলাদেশের কারি আহমাদ বিন ইউসুফ আযহারী, ইসলামী নাশিদ শিল্পী জুবায়ের আহমদ তাশরীফ, আন্তর্জাতিক কারি নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, ভারতীয় কারি মোহাম্মদ সালমানসহ আরও বিভিন্ন দেশের কারি ও কাতারের স্থানীয় নাগরিকরা অংশ নিয়েছেন।
কারি আহমাদ বিন ইউসুফ আযহারী বলেন, পবিত্র রমাদান মাস ও পবিত্র কুরআন নাজিলের মাসে কাতার প্রবাসীদের আয়োজনে একটা ব্যতিক্রমী সম্মেলনে বাংলাদেশ থেকে এসে অংশ নিতে পেরে আমি আনন্দিত।
রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজান মাসে এ রকম অনুষ্ঠান কমিউনিটিতে আরও বেশি বেশি হওয়ার দরকার। এ মাসে বরকত বেশি থেকে বেশি অনুভব করতে পারি। আমল ও আখলাক পরিপূর্ণ করতে পারি সেজন্য এ রকম অনুষ্ঠান আরও বেশি হওয়া দরকার বলে আমি মনে করি।
আনোয়ার হোসেন মামুন/এআইএস