আবুধাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটির শপথ গ্রহণ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি আবুধাবি আঞ্চলিক শাখার নতুন কমিটির (২০২৫-২০২৭) শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) আবুধাবির আল ইব্রাহিমী রেস্টুরেন্টের অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রকৌশলী সাইফুন নাহার জলির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আশীষ কুমার বড়ুয়া।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, আবুধাবি কমিটির সাবেক সভাপতি ও আবুধাবি কমিটির বর্তমান উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি প্রকৌশলী এম এ তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী হাবিব উল্লাহ ও আল আইন শাখার সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিন।
বিজ্ঞাপন
এ ছাড়া আলোচনায় অংশ নেন ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসাইন, আবুল কাশেম তুহিন, মিফতাহ উদ্দিন, মো. কামরুল ইসলাম, মোহাম্মদ সেকেন্দার, জাহিদ হাসান খান, শহিদুল ইসলাম, রাশেদুল হাসান তুহিন, কাশেম তালুকদার, আফজাল হোসেন, হাবিবুল্লাহ মেসবাহ, ইফাত ইরিন, নিজাম উদ্দিন ভুইয়া, দিদারুল ইসলাম আলমগীর, মাইনুল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।
এতে প্রকৌশলী সাইফুন নাহার জলিকে সভাপতি, প্রকৌশলী খন্দকার আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক ও কামরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি (২০২৫-২০২৭) এবং ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি শপথ গ্রহণ করে।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী আশীষ কুমার বড়ুয়া।
এমজে