যায়যায়দিন পত্রিকা নিয়ে ষড়যন্ত্র বন্ধে আমিরাতে প্রতিবাদ সভা

দেশ ও প্রবাসীদের প্রতিবাদী কণ্ঠস্বর বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় দখল ও মূল মালিকের ডিক্লেয়ারেশন বাতিল করে অন্যকে একই পত্রিকার ডিক্লেয়ারেশন দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলের হল রুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে, যায়যায়দিন আমিরাত প্রতিনিধি নওশের আলম সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটি আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি সিরাজুল হক, এনটিভি প্রতিনিধি মামুনুর রশীদ ও বাংলাদেশ প্রেসক্লাব, ইউএইর সহসভাপতি এস এম মোদাচ্ছের শাহ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ সময় বক্তারা বলেন, দেশ ও প্রবাসের পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিন দেশের ১৮ কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে সব ক্লান্তি কাল অতিক্রম করে বেশ সুনামের সঙ্গে পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে সুষম বণ্টন, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা, দখল চাঁদাবাজমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছাত্র-জনতার! সেখানে একটি স্বাধীন গণমাধ্যম জবরদখল করে শহীদের রক্তে কালিমা লেপন করেছে একটি চক্র।
বিজ্ঞাপন
অবৈধভাবে চর দখলের মত প্রথমে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত দৈনিক যায়যায়দিনের প্রধান কার্যালয় ও ছাপাখানা দখল করে এবং পরবর্তী সময়ে আইনের তোয়াক্কা না করেই ঠুনকো অজুহাতে যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে রাতারাতি অন্যকে মালিক ঘোষণা করে। এতে দেশ ও প্রবাসে থাকা যায়যায়দিন পত্রিকায় কর্মরত প্রায় ৭শ এর অধিক সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।
এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দৈনিক যায়যায়দিন পত্রিকা মূল মালিককে পত্রিকার ডিক্লেয়ারেশন সহ প্রধান কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন— বৈশাখি টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল শাহিন, রাইজিং বিডি প্রতিনিধি মুহাম্মদ শাহজাহান, জাগো নিউজ২৪ প্রতিনিধি মুহাম্মদ ইসমাইল, চ্যানেল ২৪ প্রতিনিধি ইশতিয়াক আসিফ, যমুনা টিভি প্রতিনিধি মেহেদী মোল্লা, আরটিভি প্রতিনিধি এস এম শাফায়েত, দেশ টিভি প্রতিনিধি আশিকুল ইসলাম, টিবিএন২৪ প্রতিনিধি ইরফানুল ইসলাম, এশিয়ান টিভি প্রতিনিধি মোশাররফ হোসেন, সি প্লাস টিভি প্রতিনিধি সঞ্জিত কুমার শীল, যুগান্তর প্রতিনিধি সারওয়ার উদ্দিন রনি, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি সাগর চন্দ্র স্বপন প্রমুখ।
এআইএস