চিকিৎসকদের অনুমতি মিললে ঈদের পরই দেশে ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় সেহরি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সেন্ট্রাল লন্ডন বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক সেন্ট্রাল লন্ডন বিএনপি ও যুক্তরাজ্য বিএনপির ক্রীড়া সম্পাদক জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালেক। সেহেরি পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও প্রবাসীদের দোয়ায় বেগম খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি ঈদের পর দেশে ফিরবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত উপদেষ্টা মাসুদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি শেখ শামসুদ্দীন আহমেদ শামীম, আবেদ রাজা, সেন্ট্রাল লন্ডন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া, যুগ্ম সম্পাদক কবির আহমেদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ, ফেরদৌস আলম, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন ও যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিদ, যুক্তরাজ্য বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, লন্ডন সিটি যুবদলের সভাপতি আকমল হোসাইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেহনাজসহ অনেকে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক অসুস্থতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন তিনি।
দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। পরিবারের সদস্যদের কাছে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদযাপন করার সুযোগে যুক্তরাজ্যে বসবাস করা বিএনপির কর্মী-সমর্থকরা উচ্ছ্বসিত।
অনুষ্ঠানের শেষভাগে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর সেহরি খাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এমজে