দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরামের ইফতার মাহফিল

দক্ষিণ আফ্রিকায় ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৬ মার্চ) জোহানসবার্গের ফোর্ডবার্গে একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তুল উলানা সাউথ আফ্রিকার সেক্রেটারি জেনারেল মাওলানা ইব্রাহিম বা'ম। প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার সভাপতি মো. আলী আকবর।
বিজ্ঞাপন
আলোচনায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তি ও পারিবারিক জীবন সুন্দর করে তুলতে গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন কমিটি সংগঠন বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ-সেক্রেটারি ইমরান আলী বাবুল। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দলএএনসি ঘাউটেং প্রভিন্স এক্সিকিউটিভ সদস্য কমরেড জেরি, ইকসা সভাপতি হাফিজ নাদিম, ইখওয়ান মুসলিমুন দক্ষিণ আফ্রিকার সভাপতি শায়েখ জামাল নাসের, সোমালিয়া ও ইথিওপিয়ান কমিউনিটির নেতারা।
বিজ্ঞাপন
শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়ারেফ হোসেন রতনের সঞ্চালনায় মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করা হয়। এতে কয়েকশ প্রবাসীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এমএন