মালয়েশিয়ায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার (১৫ মার্চ) কুয়ালালামপুরের হোটেল আলমিস সিটিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, মালয়েশিয়া যুবদল শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজ্ব মন্ডল। দোয়া মাহফিল পরিচালনা করেন বুকিট বিন্তাং মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন কুয়ালালামপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেল রানা।
বিজ্ঞাপন
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল মালয়েশিয়ার সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন, মহানগর যুবদলের সহ-সভাপতি মো. মেহেদী হাসান, সহ-সভাপতি মো. তুহিন শেখ, সহ-সভাপতি মো. আ. রাজ্জাক মধু, সিমুনিয়াহ মহানগর যুবদলের সভাপতি মো. খালিদ হাসান রিপন।
মহানগর যুবদলের আরও উপস্থিত ছিলেন মো. সবুজ হাওলাদার, ইফতিয়ার ইমন বাপ্পি, মো. পারভেজ মোশাররফ, মো. আপন মাহমুদ, মো. রফিক, মো. ইসমাইল হোসেন আখন্দ, মালুরি যুবদলের সভাপতি মো. মারুফ সিকদার। মসজিদ ইন্ডিয়া যুবদলের সহ-সভাপতি মো. শামিম উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলাম, জহুর প্রদেশ যুবদলের সভাপতি মো. জালাল উদ্দিন হাসান প্রমুখ।
এমএসএ