বৃহত্তর নোয়াখালী উইং ওমানের ইফতার মাহফিল

ওমানের মাস্কাট কেন্দ্রিক গতানুগতিক ইফতার আয়োজনের বাইরে গিয়ে ২৫০ কিলোমিটার দূরে সোহার এলাকার মানুষদের সঙ্গে ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের প্রথম কমিউনিটি উইং বৃহত্তর নোয়াখালী উইং।
বিজ্ঞাপন
সোহারের তারকা হোটেল মারকিউর-এর পুলসাইড ডেকে আয়োজিত এ ইফতার ও ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভাইস চেয়ারম্যান আজিমুল হক বাবুল (CIP)। এছাড়া, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী উইং-এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ইফতেখার চৌধুরী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি আবু ইউসুফ এবং সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী উইং-এর সভাপতি সলিম উদ্দিন সেলিম।
নোয়াখালীবাসীর সম্মানে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বক্তারা সবাইকে ওমানের আইন ও নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেন। এতে অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী, চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠান শেষে সবাই বৃহত্তর নোয়াখালী উইং-এর সফলতা কামনা করেন এবং এর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
এমএন