কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
কুয়েত সিটির রাজবাড়ি রেস্টুরেন্টে সংগঠনের কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ শেখ ফরিদের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কুয়েত শাখার প্রধান উপদেষ্টা ও আই পি সি সেন্টারের দ্বায়ি শায়খ আইয়ুব হাফিজাহুল্লাহ।
বিজ্ঞাপন
প্রধান অতিথি শায়খ আইয়ুব বলেন, মাহে রমজান তাকওয়া অর্জনের মাস তাকওয়াবান মানুষই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, অন্যায় অপরাধ থেকে দূরে থেকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের সমাজ গঠনে ব্রতী থাকে এই তাকওয়াবান মুসলমানেরা। এজন্য তাকওয়া বৃদ্ধির মাস রমজান ইসলামে অশেষ গুরুত্ব বহন করে, তাকওয়াবান ব্যক্তিদের হাতে দেশ অর্পিত হলেই সমাজের সর্বস্তরে ইনসাফ সুপ্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এক গাছের ২ শাখা এটাকে বিভক্তি করার সুযোগ নাই। বিভক্ত না করে ইসলাম ও দেশের স্বার্থে এসব কাজ থেকে ফিরে আসার আহ্বান করেন।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে শায়খ আব্দুল্লাহ আল হারুন সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, যারা ত্যাগ ও কোরবানির মাধ্যমে, ইসলামী আন্দোলনকে এই পর্যন্ত নিয়ে আসছেন, তাদের শ্রদ্ধার সহিত স্মরণ করি। বিশেষ করে ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা আমির শায়খ সৈয়দ ফজলুল করীমসহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি।
এসময় আরও উপস্থিত ছিলেন- হেফাজত ইসলাম কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান, ইসলামী আন্দোলন কুয়েত কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খ আনসার আলী, শায়খ আবু বকর, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক শায়খ নুরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ লোকমান, মাসুম, জসিম উদ্দিন, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক নাসির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক হাফেজ ফয়সাল, প্রকৌশলী আবু হানিফ এরশাদ, হাফেজ জামিল, হাফেজ সোহেল, জুয়েল, হাফেজ জাকিরসহ বিভিন্ন মুহাফাজার প্রমুখ দায়িত্বশীল ও সাধারণ মুসল্লিরা।
এমএন