লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে একুশের আলোচনা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইসি কমিটির সভা, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের পিউর চাই’র কনফারেন্স হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইকরা টিভির উপস্থাপক কবি সাংবাদিক মিজানুর রহমান মীরুর পরিচালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসি কমিটির আলোচনায় অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সত্যবাণীর রিপোর্টার আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ সভাপতি, সত্যবাণীর ক্রীড়া প্রতিবেদক জামাল খান, সহ সভাপতি, বিশ্ববাংলা নিউজ২৪’র সম্পাদক সাহেদা রহমান, সহ সভাপতি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউকেবাংলা গার্ডিয়ানের ম্যাগাজিনের অ্যাসিস্ট্যান্ট এডিটর এসকেএম আশরাফুল হুদা, ট্রেজারার ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক মুহাম্মদ সুয়েজ, ইভেন্ট ম্যানেজম্যান্ট সেক্রেটারি ইমরান মাহমুদ, রেডটাইমসের আসমা মতিন, রেডটাইমসের ইমদাদুন খান, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ ও ইউকে বিডি টিভির আব্দুল মমিন প্রমুখ।
আরও পড়ুন
দ্বিতীয় পর্বে মহান শহীদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী।
একুশের কবিতা আবৃত্তিতে অংশ নেন স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।
একুশের আলোচনায় বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ নাম না জানা অনেকে। ২১ ফেব্রুয়ারি বাংলাদেশসহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
এসএসএইচ