প্রবাসে থেকেও ঢাকা পোস্টকে সমৃদ্ধ করেছেন তারা

চার বছরের অদম্য যাত্রা পূর্ণ করে পঞ্চম বর্ষে পা দিয়েছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা সংবাদমাধ্যমটি অল্প সময়ের মধ্যে দেশের পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অর্জন করেছে বিশ্বাসযোগ্যতা।
দেশের পাশাপাশি বিদেশেও পাঠকপ্রিয়তা পেয়েছে ঢাকা পোস্ট। শুরু থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।
প্রবাসী বাংলাদেশিদের কাছে ঢাকা পোস্টকে পৌঁছে দিতে ও গ্রহণযোগ্য করে তুলতে কাজ করেছেন একঝাঁক সংবাদকর্মী। তুলে ধরছি তাদের কথা–
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
ঢাকা পোস্টের শুরু থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত আছেন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। নিয়মিত বিভিন্ন খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন তিনি।
ফরিদ আহমেদ পাটোয়ারী
ইউরোপের অভিবাসন সাম্রাজ্য খ্যাত পর্তুগাল থেকে শুরু থেকে যুক্ত আছেন ফরিদ আহমেদ পাটোয়ারী। নিয়মিত অভিবাসনের নানা দিক নিয়ে প্রতিবেদন লিখে পাঠকের মনের খোরাক মেটাচ্ছেন তিনি।
আরও পড়ুন
জমির হোসেন
ইউরোপের দেশ ইতালি থেকে শুরু থেকে যুক্ত আছেন জমির হোসেন। তিনিও বিভিন্ন খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন।
মোশাররফ হোসেন নির্জন
ওশিয়ানিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া থেকে শুরু যুক্ত আছেন মোশাররফ হোসেন নির্জন। তিনিও ঢাকা পোস্টের শুরু থেকে নানা খবরাখবর পাঠিয়ে গণমাধ্যমটিকে সমৃদ্ধ করছেন।
সাদেক রিপন
মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। বহু বাংলাদেশি শ্রমিক নিয়োজিত দেশটিতে। শুরু থেকে ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত থেকে শ্রমবাজারসহ নানা বিষয়ে খবরাখবর তুলে ধরছেন সাদেক রিপন।
হাবিবুল্লাহ আল বাহার
ইউরোপের দেশ জার্মানি থেকে ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত আছেন হাবিবুল্লাহ আল বাহার। বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন তিনিও।
মুহাম্মদ শাহেদ রাহমান
বহু বাংলাদেশি ভাষাভাষির বসবাস যুক্তরাজ্যে। গত এক বছরের বেশি সময় ধরে দেশটি থেকে বাংলা ভাষাভাষীদের নিয়ে নিয়মিত খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন মুহাম্মদ শাহেদ রাহমান।
মো. সিদ্দিকুর রাহমান
ইউরোপের দেশ স্পেন থেকে এক বছরের বেশি সময় ধরে ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত আছেন মো. সিদ্দিকুর রাহমান। কমিউনিটিসহ নানা বিষয়ে নিয়মিত খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন তিনি।
এস এ সৌরভ
বাংলাদেশি শ্রমিকদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে থেকে এক বছরের বেশি সময় ধরে ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত আছেন এস এ সৌরভ। শ্রমবাজারসহ নানা বিষয়ে নিয়মিত খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন তিনিও।
এমরান হোসেন তালুকদার
পর্যটনবান্ধব দেশ মালদ্বীপ থেকে শুরু থেকে যুক্ত আছেন এমরান হোসেন তালুকদার। বাংলাদেশি কমিউনিটিসহ নানা বিষয়ে নিয়মিত খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন তিনি।
ফারুক আস্তানা
দক্ষিণ আফ্রিকা থেকে শুরু থেকে যুক্ত আছেন ফারুক আস্তানা। তিনিও বিভিন্ন খবরাখবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন।
মতিউর রহমান মুন্না
ইউরোপের দেশ গ্রিস থেকে এক বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন মতিউর রহমান মুন্না। দেশটির শ্রমবাজারসহ নানা বিষয়ে নিয়মিত খবরাখবর পাঠাচ্ছেন তিনি।
পলাশ শীল
মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ঢাকা পোস্টের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন পলাশ শীল। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে নানা খবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করেছেন তিনি।
সাইয়েদুল ইসলাম
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য চীন। শুরু থেকে দেশটির নানা বিষয়ে খবর পাঠিয়ে ঢাকা পোস্টকে সমৃদ্ধ করছেন সাইয়েদুল ইসলাম।
মো. এরশাদ আলী
ডেনমার্ক থেকে প্রায় এক বছর ধরে ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত আছেন মো. এরশাদ আলী। তিনিও কমিউনিটিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত খবর পাঠাচ্ছেন।
নজমুল হক
ইউরোপের দেশ ফ্রান্স থেকে ঢাকা পোস্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন নজমুল হক। বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত খবর পাঠাচ্ছেন তিনিও।
এসএসএইচ