কাতার বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কাতারে প্রবাসী গণমাধ্যম কর্মীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা আল কার্নিশ সাগরে নৌভ্রমণের মাধ্যমে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন মো. ওয়ালিউর রহমান, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরী, শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, তন্ময় ইসলাম, ভিসা ও পাসপোর্ট কাউন্সিলর মো. মাহাদি হাসান, দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, দূতালয় প্রধান মো. নাছির উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাতারের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন প্রমুখ।
কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী বাসার সরকার, আব্দুল জলিল, আরিফুল রহমান মজুমদার, গৌর পদ দাস, রেদোয়ান বারী, সাইফুল ইসলাম রিয়াজ, মাকসুদুর রহমান রনি প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশের কালজয়ী গানের সংগীত পরিবেশন করেন, স্থানীয় বাংলাদেশি কণ্ঠশিল্পী শাহ আলম মাইজভাণ্ডারী, ফৌজিয়া রহমান, নয়ন সূত্রধর।
রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা শত সীমাবদ্ধ থাকার পরও কাতার প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের খবর দেশে ও প্রবাসে সবার কাছে পৌঁছে দিচ্ছেন। সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ বিদেশে সাংবাদিকদের প্রয়োজনীয়তা অনুভব করেন রাষ্ট্রদূত। দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির সংবাদ পরিবেশনে প্রবাসী গণমাধ্যম কর্মীরা একমাত্র ভরসা বলে মনে করেন রাষ্ট্রদূত।
প্রেস ক্লাব সভাপতি কাজী মোহাম্মদ শামীম বলেন, কাতার প্রবাসী গণমাধ্যম কর্মীরা অনেকটা নিজেদের খেয়ে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি, কাতার প্রবাসী বাংলাদেশিদের সুখ দুঃখের খবর দেশে ও প্রবাসে সবার কাছে পৌঁছে দিচ্ছে সামাজিক দায়বদ্ধতা থেকেই। প্রবাসে নিজেদের কর্মের পাশাপাশি কমিউনিটিতে সংবাদ সেবা দিতে পেরে তারা খুশি।
বাংলাদেশ প্রেস ক্লাব কাতারের নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ সভাপতি গোলাম মাওলা আকাশ, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকরী সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন, কার্যকর সদস্য আনোয়ার হোসেন মামুন প্রমুখ।
এআইএস