কানাডা যুবদলের নেতা আলী হোসেনকে ফ্রান্সে সংবর্ধনা
কানাডা যুবদলের নেতা আলী হোসেনকে ফ্রান্সে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্যারিসের মেরি দ্য অভারভিলার একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
ফ্রান্সের বিএনপি নেতা সেলিম আহমেদের সভাপতিত্বে ও ফ্রান্স জাসাসের যুগ্ম আহ্বায়ক ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত স্বৈরাচারবিরোধী আন্দোলনে দল এবং দেশের জন্য কানাডা যুবদল নেতা আলী হোসেনের ভূমিকা ছিল প্রশংসনীয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কানাডা প্রবাসী ও কানাডা যুবদলের নেতা আলী হোসেন ফ্রান্সে সংক্ষিপ্ত সফরে এলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথি আলী হোসেন তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রান্স জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য জামিল আহমদ রায়হান। স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের ফ্রান্স শাখার সাবেক সভাপতি নাজমুল ইসলাম।
বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সদস্য ফরিদ আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ইউরোপের উপদেষ্টা জাবরুল ইসলাম, কেন্দ্রীয় যুব নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব মুহিব আহমদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন সাবেক ছাত্রনেতা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক যুবনেতা শেখ ইমরান, ফ্রান্স জাসাসের সদস্য সচিব কবি সোহেল আহমদ, সাংবাদিক তাজ উদ্দিন, ফ্রান্স জাসাসের যুগ্ম আহ্বায়ক জুনায়েদ আহমদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, বিএনপি নেতা লুলুস মিয়া, সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা মাসুম আহমদ, নাজিম আহমেদ, হাসান আহমদ প্রমুখ।
এসএসএইচ