কবি নজরুল সেন্টার ফ্রান্সের আলোচনা ও কবিতা পাঠ
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে গেজেট প্রকাশ করে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেওয়া উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্যারিসের ম্যারি দ্যো অভারভিলায় অভিজাত কনফারেন্সের হলরুমে কবি নজরুল সেন্টার ফ্রান্সের উদ্যোগে এ আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।
কবি নজরুল সেন্টার ফ্রান্সের আহ্বায়ক সাংবাদিক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবি সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির (ভার্চুয়ালি) বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকার নন্দিত কবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী।
তিনি বলেন, আমি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালকের দায়িত্ব নিয়েই শপথ করেছিলাম আমার প্রথম কাজ হবে কবি নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি এনে দেওয়া। সেই লক্ষ্যেই কাজ করেছি এবং সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে আজ অবধি বারবার জুলুমের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছিল নজরুলের কবিতা। স্বাধীনতার যুদ্ধ, ৯০’ এর গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ফ্যাসিবাদের আমলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কবি নজরুলের সৃষ্টি হয়ে উঠেছিল মুক্তির বারতা। ঠিক একইভাবে কবিকে পরিপূর্ণভাবে বিশ্বায়ন করতে বিশ্বের আনাচে-কানাচে সব মানুষের কাছে পৌঁছে দিতে তিনি কাজ শুরু করেছেন বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউরো ভিশনের সম্পাদক প্রবীণ সাংবাদিক মান্নান আজাদ, কবি নজরুল সেন্টার ফ্রান্সের উপদেষ্টা সেলিম আহমদ, লিগ্যাল এইডের চেয়ারম্যান আজাদ মিয়া, সাবেক সেনা সদস্য ও ডিজিএফআইয়ের সদস্য মীর জাহান, সিলেট পিডিয়ার সম্পাদক শাহাবুদ্দিন শুভ।
কবি নজরুল ইসলামের ওপর গবেষণামূলক বক্তব্য ও কবিতা পাঠ করেন ছড়াকার লোকমান আহাম্মদ আপন, কবি হায়দার হোসেন, স্রোতের সম্পাদক কবি বদরুজ্জামান, কবি ও সাংবাদিক শাহ সোহেল, সাংবাদিক অনুক্ত কামরুল।
তারা কবি নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে। বিশেষ ধন্যবাদ জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীকে।
এ ছাড়া বক্তব্য দেন কমিউনিটি নেতা জবরুল ইসলাম ও কানাডা প্রবাসী যুব নেতা আলী হোসেন এবং কবি নজরুল সেন্টার ফ্রান্সের সদস্য মইনুল হক।
অনুষ্ঠানে ফরাসি ভাষায় অনুবাদ করে কবি নজরুলের অমর সৃষ্টি ‘কারার ঐ লৌহ কপাট’ কবিতাটি পাঠ করেন বরেণ্য কবি হাসনাত জাহান, ইতালি ভাষায় অনুবাদ করে কবিতা পাঠ করেন জিয়াউর রহমান হৃদয়, কবিতা পাঠ করেন প্রবীণ আবৃত্তিকার মুনির কাদের, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাট্য অভিনেতা শোয়েব মোজাম্মেল, আবৃত্তিকার সাইফুল ইসলাম।
আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইটিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, কবি নজরুল সেন্টার ফ্রান্সের সদস্য রুজি বেগম, সংগঠক সামাদুর রহমান অপু, মওদুদ আহমদ, অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ রাফি, জুবেল আহমদ, সিরাজ মিয়া, কাওসার আহমদ সেনাম, সুজন মিয়া, ফয়েজ আহমদ, মিজান আলম প্রমুখ।
এসএসএইচ