ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন
ঢাক-ঢোল, আতশবাজি আর হৈ-হুল্লোড়ে একে অপরকে ‘হুভা উত্তা ভুয়ত্তা’ (ফিনিশ ভাষায় শুভ নববর্ষ) সম্বোধন করে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে ফিনল্যান্ডের নাগরিকরা।
জমকালো আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরের আগমনে দেশটির বিভিন্ন স্থানে হাজারো মানুষ নদী, হ্রদ এবং অন্যান্য নিরিবিলি স্থানে ভিড় জমান ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালকে স্বাগত জানানোর জন্য।
দিবসটি উপলক্ষ্যে হেলসিঙ্কিতে জনপ্রিয় শিল্পী মিরেলা এবং উইন্ডোজ ৯৫ ম্যান-এর কনসার্টের আয়োজন করা হয়।
উৎসবের কারণে ওই দিন রাত ১০টা থেকে ভোর ২টা পর্যন্ত এলাকাটিতে যানচলাচল ব্যাহত হয়। তবে নাগরিকদের সুবিধায় গভীর রাতেও চালু থাকে গণপরিবহন।
এদিন সব সরকারি, আধাসরকারি এবং বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে জরুরি সেবায়, কিছু শপিংমল এবং মুদি দোকান খোলা থাকে।
এআইএস