‘মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে’
মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময়ের চুক্তি চূড়ান্ত পর্যায়ে। এ চুক্তি কার্যকর হলে মালদ্বীপের কারাগারে আটক বাংলাদেশি বন্দিদের দেশে ফেরত আনা যাবে। খুব শিগগিরই একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার।
বিভিন্ন অপরাধে মালদ্বীপের কারাগারে প্রায় একশ বাংলাদেশি আটক রয়েছেন। দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় এসব বন্দিকে দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে এবার সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দিদের দেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার। এ চুক্তি কার্যকর হলে আবেদনের ভিত্তিতে সাজাপ্রাপ্ত বন্দিরা দেশে ফিরে সাজার বাকি মেয়াদ পার করতে পারবেন বলেও জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
আরও পড়ুন
সম্প্রতি ভারপ্রাপ্ত হাইকমিশনার মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল ও কারা কর্মকর্তা এবং প্রসিকিউটর জেনারেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাকে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের যেসব মামলা চলমান আছে তা দ্রুত নিষ্পত্তি করাসহ ছোটখাটো কোনো অপরাধে মামলা না করে তাদের দেশে ফেরত পাঠানো অনুরোধ জানান। এছাড়াও মামলা পরিচালনায় আর্থিক সক্ষমতা নেই এমন বাংলাদেশি প্রবাসীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার অনুরোধও জানান বাংলাদেশ হাইকমিশনার।
দেশটিতে বেশিরভাগ প্রবাসী সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে যেমন– মাদক, মারামারি ও শিশু নির্যাতনের অপরাধে আটক রয়েছেন। এ ছাড়া ইমিগ্রেশন আইন লঙ্ঘন করে হোলেমালে ডিটেনশন সেন্টারে দিন কাটাচ্ছেন বেশ কিছু প্রবাসী। যাদের প্রতিনিয়ত বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রবাসীদের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এসএসএইচ