তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
‘বিজয় দিবস-২০২৪’, ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য মিলনমেলা এবং আনন্দোৎসবের আয়োজন করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ২০২৪ সালের আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’এর ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শিত হয়।
আরও পড়ুন
কমিউনিটির পক্ষ থেকে প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।
বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তার সমাপনী বক্তব্যে বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। আপনাদের সুযোগ-সুবিধা বাড়াতে দূতাবাসের সেবার মান আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
দূতাবাসের পক্ষ থেকে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।
এআইএস