বিতর্কিত মন্তব্যের জেরে মালদ্বীপের পর্যটন প্রতিমন্ত্রী বরখাস্ত
মালদ্বীপের পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ নিহাদকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে অনুষ্ঠিত ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) সমাবেশে বক্তৃতা করার সময় কিছু বিতর্কিত মন্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
মালদ্বীপের সরকারি গণমাধ্যম পিএসএম এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিমন্ত্রী নিহাদ তার বক্তৃতায় অভিযোগ করেছেন, বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে, যখন মালদ্বীপ ২ মিলিয়ন পর্যটকের আগমনে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে।
এক বিবৃতিতে এমডিপি নিহাদের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে দলটি নিহাদের মন্তব্যের সঙ্গে সম্পর্কিত সব পর্যটন পরিষেবা প্রদানকারীর নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে।
মালদ্বীপের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বে থেকে বিতর্কিত মন্তব্য করায় নিহাদকে বরখাস্ত করা হয়েছে।
নিহাদ গত বছরের ডিসেম্বরে সরকারি দল পিএনসিতে যোগ দেন। এর আগে তিনি এমডিপির সদস্য ছিলেন। জুলাই মাসে তিনি প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান।
এসএসএইচ