টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে ডা. তরুণের সাথে আড্ডা
টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার’ এ বাঙালি কমিউনিটির জনপ্রিয় চিকিৎসক ডা. এএসএম নুরুল্লাহ তরুণের সাথে আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
আড্ডায় ডা. তরুণের জীবন কাহিনী ও মানুষের মঙ্গল নিয়ে তার স্বপ্নের বিষয়টি উঠে আসে।
উল্লেখ্য, টরন্টোর বাঙালি কমিউনিটিতে যে কয়েকজন চিকিৎসক তাদের চিকিৎসা এবং মানব সেবায় মানুষের কাছে পরিচিতি ও ভালোবাসা লাভ করেছেন ডা. তরুণ তাদের মধ্যে অন্যতম।
তিনি তার চিকিৎসা সেবার পাশাপাশি টরন্টোর বাঙালি কমিউনিটির মানুষকে কর্মসংস্থান ও অন্যান্য মানবিক প্রয়োজনে সব সময় পাশে থাকেন এবং বিশেষ করে টরন্টোতে আগত নতুন অভিবাসীদের সুন্দরভাবে এই নতুন সমাজে মানিয়ে নেওয়ার কাজে পরামর্শ ও সহায়তা করে থাকেন।
দীর্ঘদিন ধরে জনহিতকর কাজ করার জন্য টরন্টোর স্ক্যারবরো সাউথওয়েস্টের বাঙালি কমিউনিটির অনুরোধে তিনি আগামী ফেডারেল নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন।
আরও পড়ুন
টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিকের উপস্থাপনায় আড্ডা পর্বটি সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের প্রেস ও প্রচার সম্পাদক মৈত্রেয়ী দেবী। আড্ডায় ডা. তরুণের সাথে কথোপকথনে উপস্থিত দর্শকদের পক্ষ থেকে অংশ নেন চিত্রশিল্পী সৈয়দ ইকবাল, লায়লা শারমিন, টরন্টো ফিল্ম ফোরামের সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক জগলুল আজিম রানা, কার্যনির্বাহী সদস্য শেখ শাহনওয়াজ, প্রকৌশলী মণীষ পাল, ড. ফজলুল হক সৈকত, কবি আতোয়ার রহমান ও সোলায়মান তালুত রবিন।
টিএম