‘নো ভিসা ফি’ বৃদ্ধির প্রতিবাদে জিএসসি ইউকের সভা
যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে সভা করেছে জিএসসি ইউকে।
বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নো ভিসা ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই সভা যুক্তরাজ্যের বার্মিংহামে একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব খসরু খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েষ্ট মিডল্যান্ডস রিজিওনের সভাপতি ফখর উদ্দিন।
সভায় সংগঠনের বিভিন্ন রিজিওন ও শাখার দ্বিবার্ষিক সাধারণ সভার সময় নির্ধারণ এবং সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও কর্মসূচির ভূয়সী প্রশংসা করে কমিউনিটির সাথে আরো বেশী সংশ্লিষ্টতা বাড়াতে ভবিষ্যৎ পরিকল্পনায় নানা গুরুত্বপূর্ণ কর্মসুচি নির্ধারন করা হয়। এ সভা থেকে বাংলাদেশ হাই কমিশন কর্তৃক নো ভিসা ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে অতিরিক্ত ফি বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন— সহ-সভাপতির মধ্যে এম এ আজিজ, আব্দুল মালিক, আলহাজ্ব ফিরোজ খান, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, রাজিব বাসিত, হেলাল তফাদার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব তৌফিক আলী মিনার, কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আছকির বেগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুফি সুহেল আহমেদ, ক্রীড়া সম্পাদক আব্দুল মালিক কুটি, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন আখলাকুল আম্বিয়া রাবেল, সাউথ ওয়েলস রিজিওনের চেয়ারপারসন কাউন্সিলর সালেহ আহমদ, কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারি আবুল কালাম, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার, চেস্টার এন্ড নর্থ ওয়েলসের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, ইস্ট মিডল্যান্ড রিজিওনের সেক্রেটারি আব্দুস শহীদ, নর্থ রিজিওনের সেক্রেটারি জয়নুল আবেদীন বাবুল, নর্থ ইস্ট রিজিওনের সেক্রেটারি সৈয়দ শরীফ আহমেদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের ট্রেজারার সিতার আহমদ, জাকি মোস্তফা টুটুল, শাহ মবশ্বির আলী, খলিল আহমদ কবির, মো, আবুল মিয়া, আব্দুল হান্নান, নাসিম আলী, সৈয়দ আতাউর রহমান, আহমেদ রশীদ, আবু আম্বিয়া, খছরুজ্জামানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩০ এপ্রিল ২০২৫-এর মধ্যে ১৫টি শাখা ও ১২টি রিজিওন এবং ২৯ জুন ২০২৫-এর মধ্যে কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সাধারণ সভা করার পরিকল্পনা ছাড়াও বিভিন্ন শাখা কমিটির বিভিন্ন রির্পোট পেশ করা হয়।
আরও পড়ুন
এছাড়া সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ সরকারের কাছে সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে কার্যক্রম শুরু, দেশে বিনিয়োগকৃত প্রবাসীদের অর্থের সরকারি নিরাপত্তা প্রদান, প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নির প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসী সেলে আরও কার্যকরী পদক্ষেপ, প্রবাসীদের জমি বিরোধ ও জোরপূর্বক দখল রোধে ভূমিকা এবং বিমান বাংলাদেশের ফ্লাইট বার্মিংহাম থেকে সিলেটের সরাসরি চালুসহ ১০টি বিশেষ দাবি জানানো হয়।
সভায় জিএসসির ওমেন প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এনএফ