করোনা ঠেকাতে বিধিনিষেধে মালয়েশিয়া
কোভিড ১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ জারি করল মালয়েশিয়া। এ বিধিনিষেধ আগামী ৭ জুন পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরী ইয়াকুব।
শনিবার (২২ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত বিধিনিষেধ থাকবে।
মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরী বলেন, গণপরিবহন- বিশেষ করে বাস ও এলআরটি ৫০ ভাগ চলাচল করবে। অব্যাহতভাবে বাড়তে থাকা করোনা সংক্রমণ কমাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, মালয়েশিয়ার অর্থনীতি এবং জনগণের স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হওয়ার শঙ্কায় সারাদেশে কঠোর লকডাউন চাপানো হচ্ছে না। বিধিনিষেধকালে সরকারি খাতের ৮০ ভাগ কর্মচারী এবং বেসরকারি খাতের ৪০ ভাগ কর্মচারী ঘরে থেকে কাজ করবেন।
গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনাভাইরাসে প্রাণহানি ঘটেছে ৫০ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ হাজার ১৯৯ জন। গত একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩২০ জন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৯ হাজার ২৩৪ জন।
আরএইচ