মালদ্বীপে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মালদ্বীপে মহান বিজয় দিবসে উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে হাইকমিশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
দিবসটি উপলক্ষ্যে দেশটির মালে শহরের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও কন্সুলার সহকারী ময়নাল হোসেন।
আরও পড়ুন
মো. ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির সিইও সিআইপি মোহাম্মদ সোহেল রানা, চক্ষু বিশেষজ্ঞ প্রবাসী ডাক্তার মোক্তার আলী লস্কর প্রমুখ।
ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ তার বক্তব্যের শুরুতে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এবং শহীদ ও যোদ্ধাদের আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
হাইকমিশনার আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকার প্রবাসীদের কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে। সরকারের নির্দেশনায় হাইকমিশন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
হাইকমিশনার মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে যথাযথভাবে কাজ করার ও বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশ গঠনে অংশ নেওয়ার আহ্বান জানান।
এআইএস