বাহরাইনে মহান বিজয় দিবস উদযাপন
বাহরাইনে রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দূতাবাসের, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস।
পতাকা উত্তোলন শেষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক পৃথক বাণী পাঠ করা হয়।
আরও পড়ুন
৭১-এ মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় শ্রম কাউন্সিলর (লেবার উইং) মাহফুজুর রহমানসহ দূতাবাসের সকল প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এআইএস