দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
পতাকা উত্তোলন শেষে মহান ৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আন্দোলন সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুন
এ সময় উপস্থিত ছিলেন- কমার্শিয়াল কাউন্সিলর আশিষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল, দূতালয় প্রধান আশাফাক হোসেন।
এআইএস