ক্রিসমাস উপলক্ষ্যে বর্ণিল সাজে স্পেন
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে স্পেনের রাজধানী মাদ্রিদে চলছে রঙিন আলোর খেলা, মেতেছেন শহরবাসী। নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণিল আলোয় সেজেছে ঐতিহাসিক স্থাপনাগুলো। দেখে মনে হয়, এ যেন আলোর শহর। ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন ঘিরে এভাবেই বড়দিন উৎসবের মৌসুম শুরু করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।
২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছর-২০২৫ কে বরণ করে নিতেই এ আয়োজন। ইউরোপের রোদ্র উজ্জ্বল, সুন্দর, স্বাস্থ্যসম্মত আবহাওয়া এবং সর্বোপরি জীবন ব্যবস্থা সুলভ মূল্যে থাকায় প্রতিবছর রেকর্ড সংখ্যক পর্যটক এখানে আসেন স্পেনে।
বড়দিনকে উপলক্ষ্যে স্পেনের বড় বড় শহরগুলো সাজসাজ ভাব, আলোকসজ্জায় বর্নিল সাজে সজ্জিত হয়েছে। ঝলমলে আলোক ছয়টায় রঙিন হয়ে উঠছে ছোট শহরগুলোও। রাজপথ শপিংমল সবখানেই চোখ ধাঁধানো আলোর ঝলকানি। আনন্দ উচ্ছ্বাসে সবখানেই খুশির বন্যা। সব ধরনের ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে উৎসব। সারাবছর তারা যে ব্যবসা করে তার অধিকাংশ লাভের হিসাবটা পরিপূর্ণ হয় বড়দিনকে ঘিরে। নানা ধরনের ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে রাখেন গ্রাহকদের আকৃষ্ট করতে। বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যেও উৎসব আনন্দের ঢেউ দেখা গেছে।
আরও পড়ুন
গত ১ ডিসেম্বর থেকে মাদ্রিদের ছোট-বড় রাস্তাঘাট, প্লাজাগুলোকে বর্ণিল সাজে সাজতে দেখা গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের জিরো পয়েন্ট খ্যাত সল, বানকো দে স্পানিয়া, সিভিলেস, গ্রানভিয়া, প্লাজা স্প্যানিয়া, রেতিরো, আতুচা, সেভিয়া, কনদে দে কোসাল, প্লাজা মাইয়র এলাকাগুলো ঘুরে করে আলোকসজ্জার মাধ্যমে করা বাহারি ডিজাইন দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়।
এমএন