ড. হাসান শহীদের নেতৃত্বে ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন
ব্রিটিশ-বাংলাদেশি রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন করেছেন। ড. হাসান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনের অ্যাসোসিয়েট প্রফেসর।
তাদের উদ্ভাবিত ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১৫ সেন্টিমিটার প্রস্থের মূল ফ্রেমের ড্রোনের ওজন মাত্র ৭১ গ্রাম।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইন মেরি ইউনিভার্সিটির পিপল প্যালেসের একটি হলরুমে ‘এন ইন্সপায়ারিং ইভিনিং উইথ রোবোটিক সাইন্টিস্ট ডক্টর হাসান শহীদ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান শুরুর আগে ঢাকা পোস্টকে ড. হাসান এ প্রসঙ্গে বলেন, এখন পর্যন্ত বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন হলো এটি। ভবিষ্যতে হয়ত অন্য কোনো গবেষক এর চেয়ে ছোট মাল্টিরোটর সোলার ড্রোন আবিষ্কার করতে পারেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, এ ড্রোনটির মাত্রা মাত্র 0.15 m × 0.15 m এবং ওজন 0.071 kg। এটি রিচার্জেবল রেডিও-নিয়ন্ত্রিত ক্ষুদ্র মাল্টিরোটর ড্রোন, যা গড়ে ৩.৫ মিনিট পর্যন্ত উড়তে পারে। সূর্যের আলোতে ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্ট্যান্ডার্ড টেস্ট কন্ডিশনে এটি চার্জ হতে সময় নেয় ৬৮ মিনিট এবং সূর্যের আলো ছাড়া ৩৮ দিন পর্যন্ত হাইবারনেশনে থাকতে পারে।
সূর্যের আলোর উপস্থিতিতে সিস্টেমটি নিজে নিজেই রিচার্জ হতে পারে বিধায় কোনো কাজে ব্যবহৃত হওয়া বা অপারেশনের সময় এটিকে মাঠেই রাখা যায়।
একটি মাইক্রো এরিয়াল ভেহিকল (এমএভি) হিসেবে, বড় কোনো সিস্টেমের তুলনায় এটির অনেক সুবিধা রয়েছে, যেমন কম উচ্চতায় উড়ার ক্ষমতা এবং কম খরচ। একটি ক্ষুদ্র সোলার প্যানেল ব্যবহার করে শক্তি উৎপাদনের ক্ষমতা। মাল্টিরোটর ব্যবস্থাপনার কারণে সিস্টেমটির স্বয়ংক্রিয়তা বা ওটোনমি বেশি। আকাশের নিচু স্তরে উড়ার সাথে সংশ্লিষ্ট প্রয়োগের জন্য এটি ফিক্সড-উইং সিস্টেমের তুলনায় অনেক বেশি উপযোগী।
ড. হাসান শহীদের জন্ম বরিশালের বাকেরগঞ্জের হানুয়া গ্রামে।
এসএসএইচ