অপরূপ সাজে সেজেছে আমিরাত, জাতীয় দিবস সোমবার
সংযুক্ত আরব আমিরাতের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস সোমবার (২ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে আমিরাতের সাতটি শহরকে অপরূপ সাজে সাজানো হয়েছে। আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, ফুজাইরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল কোয়াইন-সহ আমিরাতের প্রধান প্রধান সড়কসহ শহরের সড়কগুলোতে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-থ্রি লেখা শোভা বাড়াচ্ছে।
মোটর র্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝরনা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রং-বেরঙের সাজ আর আলোর ঝলকানি দৃষ্টি কাড়ছে। আমিরাতজুড়ে নানা রঙের ব্যানার-ফেস্টুন আর আলোর ঝলকানিতে দালানগুলো অপূর্ব দেখাচ্ছে। স্কুলকলেজ, অফিস-আদালত, সুপার ও হাইপার মার্কেট সেজেছে নানা সাজে।
এছাড়াও বড় বড় শপিং মলগুলোতে দিবসটি উপলক্ষ্যে উৎসবের আমেজ লক্ষণীয়। এদিকে ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত সব অভিবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।
আরও পড়ুন
১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর।
জাতীয় দিবস উপলক্ষ্যে আমিরাতে ফ্রি গাড়ি পার্কিং ও মোবাইল ডাটা, রাস আল খাইমাসহ অনেক প্রদেশে ট্রাফিক জরিমানায় ৫০ শতাংশ ছাড় দিয়েছে। এ ছাড়া আবুধাবি ২২৬৯, দুবাই ১১৬৯, আজমান ৩০৪, ফুজাইরাহ ১১৮, শারজাহ ৬৮৩, রাস আল-খাইমাহ ১০৫৩ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন। এ বছর সরকারি ও বেসরকারি সেক্টরের জন্য চার দিন ও শারজায় পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
এসএসএইচ